মঙ্গলবার GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল, একদিনেই এই পেয়ারের মূল্য মোট 170 পিপস বৃদ্ধি পেয়েছে। কেবল দুই সপ্তাহ আগেও মার্কেটের অস্থিরতার মাত্রার কথা মনে আছে কি? কিন্তু ইউরোর মূল্য যেই সাইডওয়েজ চ্যানেল থেকে বের হয়ে এসেছে, সেইসাথে পুরো মার্কেট পুনরুজ্জীবিত হয়ে শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ডলারের দরপতন চলতে থাকলে কোনো স্থানীয় সামষ্টিক প্রতিবেদন বা অন্য কোনো সংবাদের প্রয়োজন নেই। এই সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্প কানাডা ও দক্ষিণ কোরিয়ার উপর শুল্ক হার বৃদ্ধির হুমকি দিয়েছেন। চীনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির কারণে কানাডার উপর শুল্ক আরোপ করা হতে পারে, আর দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির দীর্ঘস্থায়ী অনুমোদন সংক্রান্ত কারণে এই ধরণের পদক্ষেপ নেয়া হতে পারে। যারা এখনও এই ধরণের পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারেননি, তাদেরকে মানিয়ে নিতে হবে। এখন থেকে ট্রাম্প যেকোনো কারণে যখন খুশি শুল্ক বাড়ানোর হুমকি দেবেন বা বাড়াবেন। বিশ্বজুড়ে সবাইকে হোয়াইট হাউসের প্রেসিডেন্টের ইচ্ছামতো জীবনযাপন করতে বলা হবে—এবং ট্রাম্প নিজে আজীবন সভাপতি থাকবেন এমন একটি "শান্তি কাউন্সিল" প্রতিষ্ঠার প্রস্তাব মূলত এই সম্ভাবনা নির্দেশ করছে যে মার্কিন প্রেসিডেন্ট নিজেকে সারাবিশ্বের প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করতে যাচ্ছেন।

মঙ্গলবার 5-মিনিট টাইমফ্রেমে প্রথম বাই সিগন্যালটি বেশ দেরিতে গঠিত হয়েছিল। তবুও এটি থেকে লাভ করা সম্ভব ছিল। মনে রাখতে হবে যে শক্তিশালী প্রবণতাভিত্তিক মুভমেন্টের কিছু অসুবিধা রয়েছে। বিশেষত, এই মুভমেন্টগুলোতে প্রায় কোনোই পুলব্যাক দেখা যায় না, ফলে বিরল ক্ষেত্রে মুভমেন্টের বিরতির সময় মূল্য পুলব্যাক করে নির্ধারিত লেভেল বা এরিয়াগুলোতে ফিরে আসে, যাতে ট্রেডাররা বিরতির পরে পজিশন রি-এন্ট্রি করতে। এই ধরনের মুভমেন্ট দিনে-রাতে ক্রমাগত চলতেই থাকে।
ঘন্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে, তাই আমরা আগামী কয়েক সপ্তাহে ব্রিটিশ পাউন্ডের মূল্য বৃদ্ধির প্রত্যাশা করতে পারি। মধ্যমেয়াদে বৈশ্বিক পর্যায়ে ডলারের দর বৃদ্ধির জন্য কোনো ভিত্তি নেই, তাই ২০২৬ সালে ২০২৫ সালের শুরু থেকে পরিলক্ষিত বৈশ্বিক ঊর্ধ্বমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ার প্রত্যাশা করছি, যা এই পেয়ারের মূল্যকে শিগগিরই 1.4000-এর দিকে যেতে পারে। ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতিমালা এখনও মার্কিন ডলারের দর বৃদ্ধিতে বাঁধা সৃষ্টি করছে।
বুধবার, নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, কারণ এই পেয়ারের মূল্য 1.3814-1.3833 এরিয়ার নিচে স্থিতিশীল অবস্থান গ্রহণ করেছে, যেখানে 1.3763 ও আরও নিচে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়। এই পেয়ারের মূল্য 1.3814-1.3833 এরিয়ার উপরে কনসোলিডেট করলে নতুন লং পজিশন ওপেন করা যাবে, যেখানে মূল্যের 1.3891-1.3912 এবং তার উপরের দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য গুরত্বপূর্ণ লেভেলসমূহ: 1.3259-1.3267, 1.3319-1.3331, 1.3365, 1.3403-1.3407, 1.3437-1.3446, 1.3484-1.3489, 1.3529-1.3543, 1.3574-1.3590, 1.3643-1.3652, 1.3763, 1.3814-1.3832। বুধবার যুক্তরাজ্যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই, আর মার্কিন যুক্তরাষ্ট্রে ফেডের বছরের প্রথম বৈঠকের ফলাফল ঘোষণা করা হবে। আমরা মনে করি, ফেডের বৈঠকের ফলাফলও হোয়াইট হাউস থেকে আসা সংবাদ প্রবাহের ছায়ার নিচে থেকে যাবে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।