Ekonomové oslovení agenturou Reuters nyní předpokládají, že britská ekonomika letos poroste tempem 1,0 %, tedy mírně rychleji než dříve očekávaných 0,9 %. Důvodem je lepší výsledek v prvním čtvrtletí a pozitivní dopad nové obchodní dohody s USA.
Dohoda s USA sice zachovává 10% clo na britské zboží, ale snižuje cla na automobily a ocel, což přispělo k mírnému zlepšení nálady.
Bank of England se podle průzkumu chystá snížit úrokové sazby jednou za čtvrtletí, přičemž další snížení se očekává v srpnu a poté v listopadu – na konci roku by měla být sazba 3,75 %.
প্রথম নজরে মনে হতে পারে যে, মঙ্গলবার অনেকগুলো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। তবে বাস্তবিকপক্ষে, এগুলোর অধিকাংশই এই মুহূর্তে খুব একটা গুরুত্বপূর্ণ বা আগ্রহজনক নয়। মনে করিয়ে দেওয়া দরকার যে, চলতি সপ্তাহেই মার্কেটের ট্রেডাররা মার্কিন যুক্তরাষ্ট্রের ISM সূচক, এবং ইউরোজোনের মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সম্পর্কিত প্রতিবেদনের ফলাফল সম্পূর্ণরূপে উপেক্ষা করেছে। সেক্ষেত্রে, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের পরিষেবা খাতের PMI সূচকের দ্বিতীয় আনুমানিক ফলাফলগুলো এবার মার্কেটে আদৌ কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে— এমন সম্ভাবনা খুবই কম। তাই এই প্রতিবেদনগুলোকে আত্মবিশ্বাসের সাথে উপেক্ষা করাই যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। আজ মার্কিন যুক্তরাষ্ট্রের অল্প কয়েকটি প্রতিবেদনই কিছুটা আগ্রহ সৃষ্টি করতে পারে— যার মধ্যে রয়েছে ADP শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদন, ISM পরিষেবা কার্যক্রম সূচক এবং শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন। অবশ্যই এটি উল্লেখযোগ্য যে, এই প্রতিবেদনগুলোর ফলাফলের প্রভাবেও মার্কেটে সম্পূর্ণরূপে অযৌক্তিক বা অনিশ্চিত মুভমেন্ট দেখা যেতে পারে, তাই এগুলোকে একবারে উপেক্ষা করাও উচিত হবে না।

বুধবার অল্প কয়েকটি ফান্ডামেন্টাল ইভেন্ট নির্ধারিত আছে, তবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু নেই। যদিও ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডে এবং প্রধান অর্থনীতিবিদ ফিলিপ লেইনের বক্তব্য মার্কেটে প্রভাব ফেলতে পারে, তারপরও এটাও মনে রাখা দরকার যে, বর্তমানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ইসিবি) আর্থিক নীতিমালা নিয়ে ট্রেডারদের মধ্যে কোনো প্রশ্ন বা সংশয় নেই। ইসিবি ইতোমধ্যে মূল সুদের হার হ্রাস করার প্রক্রিয়া সম্পন্ন করেছে, এবং এমনকি গতকাল মুদ্রাস্ফীতির সামান্য বৃদ্ধি পেলেও ইসিবি আবারও নীতিমালা পরিবর্তনে তাড়াহুড়ো করবে বলে মনে হচ্ছে না।
অপরদিকে, ফেডারেল রিজার্ভের প্রতিনিধিগণ এখন "নিরব থাকার ভূমিকা" পালন করছেন। আগামী সপ্তাহেই ফেডের বৈঠক অনুষ্ঠিত হবে, তাই এই মুহূর্তে ফেডারেল ওপেন মার্কেট কমিটির সদস্যবৃন্দ আর্থিক নীতিমালা নিয়ে কোনোরূপ মন্তব্য করার অনুমতি পাচ্ছেন না।
সপ্তাহের তৃতীয় দিনের ট্রেডিংয়ে, EUR/USD এবং GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করতে পারে, যেহেতু দুই পেয়ারের মূল্যেরই এই মূহূর্তে একটি ঊর্ধ্বমুখী প্রবণতা গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। ইউরোর জন্য 1.1655–1.1666 লেভেলে গুরুত্বপূর্ণ ট্রেডিং এরিয়া বিদ্যমান, যেখানে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। অন্যদিকে, ব্রিটিশ পাউন্ডের মূল্য বর্তমানে 1.3203–1.3211 লেভেলের মধ্যে একটি রেঞ্জে অবস্থান করছে। বুধবার মার্কেটে অস্থিরতার মাত্রা কম থাকতে পারে, তবে মার্কেটে ট্রেডিং সেশনের সময় কিছু আবেগপ্রবণ স্বল্পমেয়াদী মূল্য বৃদ্ধি দেখা যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।